Sayed Govt. Hatem Ali College
Heads Up! Welcome to Govt Syed Hatem Ali College
Sunday, December 22, 2024
????-???? ???????????? ????? ??????? ????????????? ????-??????? ??????? ????? ??????? ????? ??? ??????? ???? ???? <>
কলেজ পরিচিতি বরিশাল শহরের বিদ্যোত্‍সাহী ব্যক্তিবর্গ, জেলা প্রশাসনসহ সকল স্তরের জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টায় এবং দানবীর সৈয়দ হাতেম আলী সাহেবের আর্থিক সহযোগিতায় ১৯৬৬ সালে শহরের কেন্দ্রস্থল ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন সৈয়দ হাতেম আলী কলেজটি প্রতিষ্ঠিত হয়৷ ১৯৮৬ সালে এই কলেজটিকে জাতীয়করণ করা হয়৷ বিভাগীয় শহরের কেন্দ্রস্থলে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে কলেজটির অবস্থান৷ সুসজ্জিত আধুনিক বিজ্ঞান গবেষণাগার, কম্পিউটার ল্যাব সমৃদ্ধ গন্থাগার, বিশাল খেলার মাঠ, প্রশস্ত ও মনোরম ছাত্রাবাস এবং দক্ষ শিক্ষক মন্ডলী এ কলেজের গৌরব৷ প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি বরিশাল তথা দক্ষিণ বাংলার বিশাল জনগোষ্ঠীর মেধা বিকাশের দাযিত্ব বহন করে আসছে৷ প্রতি বত্‍সর মেধা তালিকায় এ কলেজের ছাত্র-ছাত্রীদের স্থান লাভ দক্ষ শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা ও আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার পরিচায়ক৷ শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান ছাড়াও প্রতি বিষয়ে অতিরিক্ত টিউটোরিয়াল ক্লাস, টিউটোরিয়াল, অর্ধ-বার্ষিক, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা এবং মডেল টেস্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সার্বক্ষণিক মূল্যায়নের ব্যবস্থাও কলেজটির আর একটি উল্লেখযোগ্য দিক৷ শিক্ষক শিক্ষিকাগণ ছাত্র ছাত্রীদের শুধু কলেজেই নয় কলেজের বাহিরেও তাদের অবস্থান এবং পড়ালেখা প্রসংগে খোঁজ খবর নিয়ে থাকেন৷ টিউটোরিয়াল, অর্ধ-বার্ষিক, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ভিত্তিতে প্রতি বিভাগের মেধাবী ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়৷ সহশিক্ষা পাঠকার্যক্রম-বিএনসিসি (সেনা) রোভার স্কাউট, রেডক্রিসেন্ট, খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি বিষয়ে ছাত্র-ছাত্রীদের অধিক হারে অংশগ্রহণের জন্য উত্‍সাহিত করা হয়৷ এ ছাড়া প্রত্যেকটি পরীক্ষার ফলাফল অভিভাবকদের অবহিত করা, পরীক্ষায় অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের অধ্যক্ষের সাথে দেখা করার রীতি রয়েছে৷ নির্ধারিত অভিভাবক দিবসে শিক্ষক শিক্ষিকাগণ অভিভাবকদের সাথে দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন প্রসংগে একটি ওয়ার্কশপে মিলিত হন এবং সর্বসম্মত পরামর্শের আলোকে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়৷




প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান
উপাধ্যক্ষ
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ
বরিশাল