Sayed Govt. Hatem Ali College
Heads Up! Welcome to Govt Syed Hatem Ali College
Wednesday, May 23, 2018

কলেজের শ্রেণি কার্যক্রমকে গতিশীল রাখার জন্য ইতোপূর্বে প্রদত্ত দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার ১ম চারটি পরীক্ষা (১২, ১৩, ১৪ ও ১৬ নভেম্বর’র) সকাল ৯:৩০ মিনিটের পরিবর্তে দুপুর ১:০০ টায় অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তীত থাকবে।

<>
  এক নজরে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ

 • প্রতিষ্ঠাতার নামঃ দানবীর মরহুম সৈয়দ হাতেম আলী।
 • অবস্থানঃ বরিশাল শহরের কেন্দ্রস্থলে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন।
 • জমির পরিমানঃ 22 একর।
 • কোন পর্যায়ভূক্ত কলেজঃ উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজ।
 • স্নাতক (সম্মান) শ্রেণীতে পাঠদানকারী বিষয়ের সংখ্যাঃ 12 টি
 • একাদশ শ্রেণীতে পঠিত বিষয়ের সংখ্যাঃ ২২টি,
 • প্রশাসনিক পদঃ ২টি (ক) অধ্যক্ষ (খ) উপাধ্যক্ষ
 • শিক্ষকদের সৃষ্ট পদের সংখ্যাঃ ৮৪ টি
 • অফিস কর্মচারীর সংখ্যাঃ ৩৪ জন
 • ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ প্রায় ৭০০০
 • ভবনঃ প্রশাসনিক, কলা, বিজ্ঞান ও আধুনিক গবেষণাগার, গ্রন্থাগার, ছাত্র মিলনায়তন, ছাত্রী মিলনায়তন, ছাত্র সংসদ, পোষ্ট অফিস এবং মসজিদ।
 • ছাত্রাবাসঃ শহীদ আলমগীর ছাত্রাবাসঃ সিট সংখ্যাঃ ২০০।
 • শহীদ মিনারঃ ১টি।
 • টিন সেড সাইকেল গ্যারেজঃ ১টি

 • খেলার মাঠঃ ৪০০ ফুট x২৫০ ফুট।

 • লেকঃ ৩৫০ x ১০০ ফুট।